ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার ল্যারিসা জেই (৪০) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইয়াহো এন্টারটেইনমেন্টের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলেতে গাড়ি খাদে পড়ে মৃত্যু হয়েছে ল্যারিসার।
ল্যারিসা জেই ন্যাশভিলের লোয়ার ব্রডওয়েতে প্রখ্যাত সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলকের টুয়েলভ থার্টি ক্লাবের একমাত্র কৃষ্ণাঙ্গ নারী ছিলেন। তিনি জনপ্রিয় লেখকের রাউন্ড, বø্যাক অপ্রিতে-ও পারফর্ম করেছিলেন।
ল্যারিসা অভিনয়শিল্পী লরেন ডাউগল, ড্যানি গোকি, ক্যারি আন্ডারউড ও কেভিন ম্যাক্সের সঙ্গেও কাজ করেছেন। ক্যারিয়ারে ন্যাশভি ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন।