পরীমণি ঝড়, ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট : ঢালিউডের বহুল চর্চিত অভিনেত্রী পরীমণি। প্রায়শই বহু কারনে থাকেন টক অব দ্যা টাউনে। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেত্রী পরী। কখনও বাচ্চাদের নিয়ে তো কখনও কাজ নিয়ে আবার কখনও জেল-জামিন নিয়ে আলোচনা যেন থামছেই না অভিনেত্রীকে নিয়ে। তবে সেসব আলোচনার বাইরে গিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন পরী।
সম্প্রতি নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, ছেলে পুণ্যক নিয়ে বেড়াতে যাচ্ছেন তিনি। সে সময় পরীর কোলে ছেলে পুণ্য ঘুমাচ্ছিল। সেই ভিডিওর পোস্টে নায়িকা লিখলেন, ‘আমরা ঘুমিয়ে ঘুমিয়ে বাঘ দেখতে যাই।’
তবে এটিই শেষ নয়, ফুরফুরে মেজাজে থাকা পরী আরও একটি ভিডিও শেয়ার করেন সদ্যই। সেখানে অনেকটা দুষ্টু ভঙ্গিতেই দেখা যায় তাকে। ১৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, একটা লাল টি শার্ট পরে আছেন পরীমণি। গলায় ঝুলানো ক্যামেরার ফিতাটিও স্পষ্ট। হয়তোবা, যেখানে বেড়াতে গেছেন- সে স্থানের ফটোশ্যুটের জন্য ব্যস্ত ছিলেন তিনি। তার ফাঁকেই নিজের মুঠোফোনে একটি সেলফি ভিডিও নিয়েছেন পরী।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, তার পরনে লাল টি শার্টের ওপর লেখা- ‘ওহ উইকেন্ড, আই মিস ইউ’। টিশার্টের সেই লেখাটির ওপর হাত বুলিয়ে নিচ্ছিলেন, আর এ সময় ক্যামেরায় পোজ দিয়ে মোহনীয় চাহনিতে দর্শকের নজর কাড়ছিলেন!
১৪ সেকেন্ডের সেই ভিডিওটি ভাইরাল হতেই রীতিমতো বয়ে যায় মন্তব্যের ঝড়।
২০ ঘন্টায় ভিডিওটিতে ভিউ হয়েছে প্রায় ২ মিলিয়ন। পরীমণির সেই ভিডিওর কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘ এমন করো না প্লিজ!!’ শায়ান নামে একজন লিখেছেন, ‘দেখলেই শান্তি লাগে’ লায়লা লিখেছেন, ‘কি সুন্দর আপু তুমি!’ অনন্ত নামে একজন লিখেছেন, ‘আসতাগফিরুল্লাহ! যুবসমাজ ধ্বংসের কারিগর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *