জুড়ীতে এলাকাবাসীর প্রতিবাদ সভা এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তরে পাঁয়তারা

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার হোছন আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র জুড়ী-৩ (কোড-৫২১) এর ভেন্যু স্থানান্তরের পাঁয়তারা করছে একটি কুচক্রি মহল তারই প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ০৯ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪ টায় নয়াবাজার সংল্গন হোছন আলী উচ্চ বিদ্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী নাসির উদ্দিন বলেন, হঠ্যাৎ করে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে কুচক্রি মহলের সহযোগীতায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু স্থানান্তরের যে অভিযোগ করে আবেদন করেছে তাহা সম্পুন্ন মিথ্যা। ২০২০ সাল থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র জুড়ী-৩ (কোড-৫২১) এর ভেন্যু অত্যন্ত মনোরম পরিবেশে এবং দ্বহপাড়া, পাতিলাসাংঙ্গন, জুড়ীর পাড়া, পশ্চিম বড়ধামাই সহ অনেকটি গ্রামের মধ্যবর্তী স্থানে ও যোগাযোগ ব্যবস্থা ভালো থায় সুন্দর ভাবে এই পরিক্ষা কেন্দ্রটি সুনামের সাথে পরিচালনা হচ্ছে, যারা এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তরে পাঁয়তারা করছে তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উক্ত প্রতিবাদ সভায় বক্তরা বলেন, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়, কেন্দ্র কোড-৫২১, এসএসসি পরীক্ষা কেন্দ্র জুড়ী-০৩ এর মেন্যু হোছন আলী উচ্চ বিদ্যালয় মূল কেন্দ্র থেকে ভেন্যুর দূরত্ব অনেক বেশি হওয়ায় যথাসময়ে প্রশ্নপত্র ও আনুষাঙ্গিক কাগজপত্র মূল কেন্দ্র হতে ভেন্যুর দূরত্ব বেশি হওয়ায় পরীক্ষা নিয়ন্ত্রণ করতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন অভিযোগ সম্পুন্ন মিথ্যা এসব অভিযোগ করে অন্য আরেকটি স্কুলে কেন্দ্রটি স্থানান্তর করার জন্য এই অভিযোগটি করা হয়। এলাকাবাসী ও অভিভাবকরা এসএসসি পরীক্ষা কেন্দ্রটি স্থানান্তর না করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।
উক্ত প্রতিবাদ সভায় হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য খালেদ হোসেন অবির পরিচালনায় ও যোলপনি ঈদগাহের সভাপতি ইছবর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেনে উপস্থিত থেকে বক্তব্য রাথেন হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী নাসির উদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আমেরিকা প্রবাসী কমর উদ্দিন, পূর্বজড়ী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মাসুক উদ্দিন, শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হেলাল উদ্দিন, সিরাজ উদ্দিন, অভিভাবক সদস্য সামসুল আরেফিন মুক্তা। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রেনু, আনোয়ার হোসেন মঞ্জু, মোতাহের হোসেন কামরুল, আশরাফুজ্জামান রিশাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *