কুলাউড়ায় বদরপুরী (রহঃ)এর ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশ্বান জলছা অনুষ্ঠিত

তারেক হাসান : মৌলভীবাজারের কুলাউড়ায় হযরত ফুলতলী (রহঃ) এর পীর ও মুরশিদ জৈনপুরী ছিলছিলার প্রখ্যাত বুজুর্গ কুতুবুল আউলিয়া হাদিয়ে যামান শাহ্ সুফী আলহাজ্ব হযরত মাওলানা আবু ইউসুফ মোঃ ইয়াকুব ছাহেব বদরপুরী (রহঃ) এর ৬৬তম ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশ্বান জলছা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টা থেকে সোমবার ফজর পর্যন্ত ঐতিহাসিক কুলাউড়া আলালপুর আত্তর খান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত আজিমুশ্বান জলছায় সভাপতিত্ব করেন ফুলতলী (রহঃ) এর বড় ছেলে রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। মাহফিলে বক্তাগন বলেন হযরত বদরপুরী (রহঃ) সমগ্র উপমহাদেশে ইসলামের খেদমত করেছেন। স্বীয় পীর ও মুর্শিদের নির্দেশে সেই খেদমতকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। ত্বরিকতের বুজুর্গানের নির্দেশিত পথে ফুলতলি (রহঃ) এর লক্ষ লক্ষ অনুসারিগণ আজ সমগ্র বিশ্ব জুড়ে ইলমে কোরআন, ইলমে হাদিস ইলমে মাহরেফাতের খেদমত চালিয়ে যাচ্ছেন। আজিমুশ্বান জলছায় বয়ান পেশ করেন ফুলতলী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী, আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী, মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা আব্দুল মোনাইম মন জালালী, মাওলানা লিয়াকত আলী খান প্রমুখ। ইসালে সওয়াব মাহফিল ও আজিমুশ্বান জলছায় কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইছালে সওয়াব মাহফিলের সমন্বয়কারী মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, তালামিযে ইসলামিয়া কেন্দ্রিয় সভাপতি মাহবুব আহমদ ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ বছর আজিমুশ্বান জলছায় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে স্বপরিবারে ৩জন সহ মোট ৪জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। উল্লেখ্য হযরত বদরপুরী (রহঃ) এর খলিফা হাফিজ আপ্তাব (রহঃ) আজ থেকে ৬৬বছর পুর্বে তার পীর ও মুরশিদের ওফাতের পর থেকে নিজ বাড়ীতে এই বরকতময় মাহফিল শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *