কুলাউড়া পৌরসভায় প্রথমবারের মতো ভ্রাম্যমান গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহের কাজ চলছে

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া পৌরসভায় বাঁশি বাজিয়ে ভ্রাম্যমান গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহের কাজ এগিয়ে চলেছে। প্রথমবারের মতো কুলাউড়া পৌরসভায় বর্তমান প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের উদ্যোগে পৌর নাগরিকদের বাসা-বাড়ির জমানো ময়লা-আবর্জনা সংগ্রহের কাজ গত একমাস ধরে ধারাবাহিকভাবে চলছে।

সোমবার দুপুরে তৃতীয় ধাপে পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কুলাউড়াগ্রাম, আহমদাবাদ, নতুন পাড়া, উত্তরবাজার আংশিক এলাকায় ময়লা সংগ্রহের কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিন। এর আগে গত ১০ জানুয়ারি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপে ও দ্বিতীয় ধাপে গত ১৫ জানুয়ারি ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আহমদাবাদ এলাকায় বর্জ্য সংগ্রহের উদ্বোধন করা হয়।

তৃতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার সাবেক কাউন্সিলর কায়ছার আরিফের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেন, মাওলানা আব্দুস সালাম, ব্যবসায়ী আব্দুল মুনিম, হাবিবুর রহমান, মোশাররফ হোসেন শামীম, বিচিত্র দেব, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ। এদিকে পৌরসভার নাগরিকদের সেবাখাতে নতুনভাবে সংযোজন (বাসাবাড়ির স্যানিটারী ট্যাঙ্ক পরিস্কার করার জন্য) নতুন একটি আধুনিক গাড়ি গত ২৬ জানুয়ারি উদ্বোধন করেন প্রশাসক মোঃ মহিউদ্দিন।

oplus_0

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকার বাসিন্দা, সাংবাদিক নাজমুল বারী সোহেল বলেন, আমাদের ওয়ার্ডে গত এক মাসে প্রায় দুই শতাধিক নাগরিক তাদের বাসাবাড়িতে জমানো ময়লা পৌরসভার ভ্রাম্যমান গাড়িতে হস্তান্তর করেছেন। ইতিমধ্যে শতাধিক নাগরিক উৎসাহিত হয়ে গাড়ির চালক ও জ¦ালানি তেলের জন্য তাদের পক্ষ থেকে সামান্য ফি দিয়েছেন। বর্তমান প্রশাসক মো. মহিউদ্দিন মহোদয়ের এই উদ্যোগটি পৌরসভায় ব্যাপক সাড়া ফেলেছে।

oplus_0

পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, আমরা চাই একটা সুন্দর, বাসযোগ্য, পরিচ্ছন্ন পৌরসভা গড়তে। পরিচ্ছন্ন পৌরসভা গড়তে সকল নাগরিকদের সচেতন থেকে সহযোগিতা করে এগিয়ে আসতে হবে। অনেক নাগরিকগণ তাদের বাসাবাড়িতে জমানো ময়লা-আবর্জনা ইচ্ছে করে নির্ধারিত ডাস্টবিনে না ফেলে পৌরসভার ড্রেন ও সড়কের পাশে ফেলে দিতেন। সেই চিন্তা থেকে ভ্রাম্যমান গাড়ি দিয়ে বাসাবাড়ির ময়লা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে।

পৌর নাগরিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা জমিয়ে রাখবেন, সেই ময়লা ভ্রাম্যামাণ গাড়ির চালক বাঁশি বাজিয়ে বাসার সামনে গিয়ে গাড়িতে সংগ্রহ করবে। এতে পৌরসভার সকল নাগরিকদের ভ্রাম্যমান গাড়িতে জমানো ময়লা হস্তান্তর করে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। পর্যায়ক্রমে পৌরসভার বাকি ওয়ার্ডগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *