মিথ্যা মামলায় খালাস পেলেন লন্ডন প্রবাসী সাংবাদিক ভুট্টো

মৌলভীবাজার প্রতিনিধি: ফেসবুক ও ইউটিউবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের দুর্নীতির বিষয়ে প্রতিবেদন প্রকাশের কারণে  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় লন্ডন প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোর নামে।

চট্টগ্রামের  চকবাজার থানার দায়ের করা ওই মামলায়  চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল গত মঙ্গলবার ভুট্টোকে খালাস দিয়ে মামলাটি

খারিজ করে দিয়েছে।  আজ রাতে এ তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মো.সেলিম উদ্দিন শাহীন ।

জানা যায়, ২০২৩ সালের ১১ জানুয়ারি প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টো ও তার  পরিচালিত  লন্ডন বাংলা চ্যানেল বিরুদ্ধে মামলাটি করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা।  চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) এর চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ৫টি ধারায় মামলাটি করা হয়।  মামলায় অভিযোগ করা হয়, ‘আবর আমিরাতে হাসান মাহমুদের আবাসিক খাতে বিশাল বিনিয়োগ’ শিরোনামে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘লন্ডন বাংলা চ্যানেল’ আবদুর রব ভুট্টো নামের পেইজ  থেকে মানহানিকর মিথ্যা সংবাদ প্রকাশ করেন।

দীর্ঘদিন ধরে  হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদন প্রকাশ করে সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন। সম্প্রতি দেশের জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে জড়িয়ে অসত্য ও মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি ফেসবুক ও ইউটিউবে প্রচার করেন।

গত ৫ আগষ্ট হাসিনা পালিয়ে যাবার পর হাসিনা সহ হাছান মাহমুদের নামে অসংখ্য দুর্নীতির মামলা দায়ের হয় দেশের বিভিন্ন থানায়। দেশে বিদেশে শেখ হাসিনা , হাছান মাহমুদসহ স্বৈরাচার সরকারের মন্ত্রী এমপিদের অবৈধ সম্পদের সন্ধান পাওয়া যায়। বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত আব্দুর রব ভুট্টোকে মামলা থেকে খালাস দিয়ে ওই মামলাটি খারিজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *