কালিটি চা বাগানের খুদে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার  

কুলাউড়া প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের কোলে করে শিশুরা আসছে, স্বভাব নিয়মে তারা খুনসুটি করছে, হাসছে, খাচ্ছে, খাওয়া শুরু করার আগে সবাইকে চমকে দিয়ে সজোরে হাততালি দিচ্ছে…এ এক অন্যরকম দৃশ্য, অন্যরকম অনুভূতি! কুলাউড়ার কালিটি চা বাগানের ১৫০ জন খুদে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের নির্মল মুহূর্ত ২১ ফেব্রুয়ারি উপহার দিলো যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্বজিৎ দেবনাথ মিথুন। নিজের দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন করা হয়। সমস্ত আয়োজনের নিবেদিতপ্রাণ দিলীপ দাস, দাদা কৃষ্ণদাস অলমিকের ঐকান্তিক প্রচেষ্টায় আর কালিটি চা বাগানের প্রাক-প্রাথমিক স্কুলের বাচ্চাদের সাথে করে নিয়ে আসা দিদিমণি সবিতা অলমিক, দীপা দাস, শিল্পী অলমিকের আদর-ভালোবাসায় আজ দুপরের এই আনন্দ সাক্ষ্য হয়ে রইলো। এ যেনো ছেলেবেলায় ফিরে যাওয়া, নিজের ভিতর সেই শিশুমনটিকে আবার ফিরে পাওয়া! সাদা ভাত, মোরগের মাংস, ডিম, মুগডাল দিয়ে খাবার পরিবেশনের পর শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করা হয়। এই সাক্ষ্যমাখা মুহূর্তে আরও উপস্থিত ছিলেন রেজাউল আম্বিয়া রাজু, পিংকু দেবনাথ, মিলন কালোয়ার, সুমন অলমিক, রঞ্জু নাইডু, বাসন্তী ভুইয়া, মিলন রায় প্রমুখ।

প্রসঙ্গত,  বিশ্বজিৎ দেবনাথ মিথুন কুলাউড়ার সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক সঞ্জয় দেবনাথের ভাগনে। তিনি প্রথম সন্তানের জন্মদিন ও অন্নপ্রাশন উপলক্ষেও চা বাগানের খুদে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *