কুলাউড়ার বিশিষ্ট ব্যবসায়ী হাজী চেরাগ আলীর দাফন সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ  সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. চেরাগ আলী মারা গেছেন। ৩ মার্চ সোমবার রাত সাড়ে ৮টায় সিলেট ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের বড় ছেলে হারুন আহমদ জানান, সোমবার বিকেলে তিনি তার পৌর শহরের বাসায় বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ৪ মার্চ মঙ্গলবার বেলা আড়াইটায় কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

শোক প্রকাশ:  বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. চেরাগ আলীর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান  এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান ও মাওলানা ফজলুল হক খান সাহেদ, টিবিএফ সভাপতি মইনুল ইসলাম শামিম, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, সদস্য সচিব বদরুল হোসেন  খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মামুনসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতিতে তারা উল্লেখ করেন, কুলাউড়া বাজারের ব্যবসায়ীরা একজন অভিভাবককে হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *