কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক মোটর সাইকেল দুর্ঘটনায় জাসদ নেতা মুজিবুর রহমান জাকারিয়ার (৫৬) মৃত্যু হয়েছে। মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে তিনি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। ব্রাহ্মনবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে ১১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষনিক মুসলিম এইড হাসপাতালে নেয়া হয় এবং অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটায় তিনি মারা যান। মুজিবুর রহমান জাকারিয়া ব্রাহ্মনবাজার ইউনিয়ন জাসদের সভাপতির দায়িত্বে ছিলেন।