নতুন পরিচয়ে সোহানা

অনলাইন ডেস্ক :

বিভিন্ন সময় টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী সোহানা সাবা। কিন্তু অভিনয়ের বাইরে গিয়ে উপস্থাপনায় নাম লেখাননি তিনি। করোনাকালে অনলাইনে ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামক নিজেই একটি অনুষ্ঠান করেন তিনি। অনুষ্ঠানটি পছন্দ করেছেন দর্শক। এবার তাই টিভি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করছেন সাবা। আর তার নতুন এই যাত্রা শুরু হচ্ছে বিটিভির একটি নিয়মিত সাপ্তাহিক সেলিব্রেটি শো দিয়ে। অনুষ্ঠানের নাম ‘তারার মেলা’। প্রতি শনিবার রাত ১১টায় প্রচার হবে ৩০ মিনিটের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সাবার অতিথি হয়ে আসবেন দেশের জনপ্রিয় তারকারা। প্রথম পর্বের অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। ‘তারার মেলা’ অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন নূর আনোয়ার রঞ্জু। গ্রন্থনায় সৈকত সালাহউদ্দিন। সাবা বলেন, ‘প্রায় সব চ্যানেলেই সেলিব্রেটি শো হচ্ছে। তাই আমরা চেষ্টা করছি, স্ক্রিপ্টে সীমাবদ্ধ না থেকে ঘরোয়া আড্ডার মতো করে একটি অনুষ্ঠান করতে। সে জন্যই অতিথি হিসেবে তাদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে, যারা আমার দীর্ঘদিনের পরিচিত। তাদের সম্পর্কে ভালোভাবে জানি বলেই মন খুলে কথা বলতে পারছি। সব মিলিয়ে এ আয়োজনে কিছুটা হলেও ভিন্নতা চোখে পড়বে।’ সাবা অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। নতুন সিনেমাগুলোতে সাবাকে দেখা যাবে নতুন রূপে। আফজাল হোসেন পরিচালিত “মানিকের লাল কাঁকড়া” ও অরুণা বিশ্বাসের “অসম্ভব” তেমনই দুটি সিনেমা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *