বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে ওমান প্রবাসী আব্দুল মতিন (৩৮) কে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৪ আগস্ট বিকেলে তিনি বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী ( নং-৭৩৫) দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, টিলাগাঁও ইউনিয়নের নইমপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের ছেলে আব্দুল মতিন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে থাকেন। সম্প্রতি তিনি দেশে ফিরেন। ইউনিয়নের বালিসিন্দ্রি এলাকার বাসিন্দা আব্দুল খালিকের ছেলে সামছুল ইসলাম (৪২), আব্দুল হকের স্ত্রী ছমরুন বেগম (৩০) এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ১০ আগস্ট রাত ৯টায় বালিসিন্দ্রি গ্রামের চৌমুহনীতে প্রবাসী আব্দুল মতিনের ভাইয়ের স্ত্রী ছমরুন বেগমের সহযোগিতায় সামছুল ইসলাম ও কাজিরগাঁওয়ের মকরম মিয়ার ছেলে সুজেল মিয়া প্রবাসী মতিনকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনার পর থেকে প্রবাসী মতিন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় আছেন।
প্রবাসী আব্দুল মতিন বলেন, বিবাদীগন যেকোন সময় আমার বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে। তাদের হুমকির ফলে আমি চরম আতংকের মধ্যে আছি। আমি প্রবাসে থাকি। চলতি মাসের শেষের দিকে আমি প্রবাসে চলে যাবো। বাড়ীতে আমার স্ত্রীসহ এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। তাদেরকে নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি যেকোন সময় বিবাদীগণ একটি দূর্ঘটনা ঘটাতে পারে। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিদের অবগত করে থানায় সাধারণ ডায়েরী করেছি। আমি আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা চাই।