সৈয়দ ছায়েদ আহমেদ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পালিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীমঙ্গল থানা, রেলওয়ে থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে শোক দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এমপি।