পলি রানী দেবনাথ : আজ ১৫ আগস্ট,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ফলের চারা বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,পুলিশ সুপার মো: জাকারিয়া,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেনসহ প্রমূখ।
পরে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ,আমার ভাবনায় বঙ্গবন্ধু” তিনদিনব্যাপী ১শত আলোকচিত্রের প্রদর্শনীর উদ্ধোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।এ সময় তিনি বলেন মানুষের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালোবাসা ছিলো সীমাহীন। জাতির পিতার সমগ্র জীবনটাই ছিল যেন মানুষকে ভালবাসার।ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা ইতিহাসে বিরল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,পুলিশ সুপার মো: জাকারিয়া,জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মিছবাহুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও তার পরেই জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের চেক বিতরন করেন অতিথিরা।