সুনামগন্জে ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠক খানায় এনজিও সংস্থা ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। এ সময় তিনি বলেন, দেশের অবস্থা ভালো আছে, সামনে আরও ভালো হবে। তবে আমাদের কাজ করতে হবে। শুধু সহায়তার অপেক্ষা করলে হবে না। যতঠুকু সম্ভব আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা দিচ্ছি। আরও দেয়া হবে। ঢেউটিন বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. সাইদ সাবরি, ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম শান্ত, ভাইস চেয়ারম্যান ইসমাইল আহসান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।