দক্ষিণ সুরমায় আনসার ও ভিডিপির সদস্যদের কিচেন ফার্মিং এ উদ্বুদ্ধকরণের লক্ষ্য বিভিন্ন জাতের শীতকালীন সবজি’র বীজ বিতরণ করা হয়েছে। গত ১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা প্রাঙ্গণে সদস্যদের মধ্যে বীজ বিতরণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাঃ তানিয়া লাইজু খানম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ আব্দুল বাসিত, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোঃ শামসুল ওয়াদুদ, কুচাই ইউনিয়ন দলনেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, দলনেত্রী এলিজ্জামান পপি খানম, ভিডিপি সদস্যা খাদিজা আক্তার, সদস্য সোলেমান রাজা হেভেন। পরে উপজেলা আনসার ভিডিপির সদস্যদের নিয়ে রাস্তার পাশে ৫০টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোসাঃ তানিয়া লাইজু খানম। বিকালে মোগলাবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে অর্ধশত লোক বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন।
