স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার জুড়ীতে ২৫০ পিছ ইয়াবাসহ কামাল আহমদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
২৩ অক্টোবর রবিবার রাত ১ ঘটিকার সময় জুড়ী থানাধীন জাঙ্গিরাই এলাকা থেকে তাকে আটক করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এর দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআই অনিক রঞ্জন দাস সঙ্গীয় এএসআই মহিউদ্দিন এবং ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ পিস ইয়াবাসহ মোঃ কামাল আহমদ(৪৮)কে আটক করে।
আসামি কামাল দীর্ঘদিন যাবৎ জুড়ী থানার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।