জন্মদিনে রাজকে ধন্যবাদ জানালেন পরীমণি

অনলাইন ডেস্ক :

এবারের জন্মদিন বিশেষ, সেই সঙ্গে চমক থাকবে আগেই জানিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বিশেষ এই কারণে এবারই দুই থেকে চার জন হয়েছেন নায়িকা। নানার সঙ্গে এবারের জন্মদিনে প্রথমবার যুক্ত হয়েছেন স্বামী শরিফুল রাজ ও তাঁদের দুই মাস বয়সী ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। আর পরী যে চমকের কথা বলেছেন সেটা ১৫ মিনিটের তথ্যচিত্র; যেখানে দেখানো হয়েছে শরিফুল রাজের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান ও পরীর বদলে যাওয়ার গল্প। গত সোমবার রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জন্মদিনে আয়োজনে এই তথ্যচিত্র অতিথিদের সঙ্গে দেখিয়ে রাজকে তাঁর জীবন বদলে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান পরী। এ সময় এই তারকা দম্পতি আবেগে ভাসেন বেশ কিছু সময়। এবারের বিশেষ জন্মদিনে শ্বেতশুভ্র পায়রার সাজে জন্মদিনের কেক কেটেছেন পরী। জন্মদিনের সাজসজ্জা নিয়ে পরী বলেন, ‘আগেই বলেছিলাম এবার জন্মদিনে শান্তির বার্তা দেবো। সেই অনুযায়ী এবার সাদা মঞ্চ ও সাদা ড্রেস পরে হাজির হলাম।’ জন্মদিনের আয়োজনে বিশেষ উপহার হিসেবে মুক্তি পেয়েছে রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *