ডেস্ক নিউজ : মৌলভীবাজারের কুলাউড়া থেকে ৩০ টি জাল নোট ও ইয়াবাসহ আবুল কালাম আজাদ ওরফে আজাদ আলী (৩০) নামের এক ব্যক্তিকে আ ট ক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) -৯।
সোমবার (১ মা র্চ) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) -৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন এ তথ্য নিশ্চিত করেন।
এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বি জ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা দুইটার সময় গো পন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি(ইস লামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল কুলাউড়ার হরিচক গ্রাম থেকে আবুল কালাম আজাদকে আ ট ক করে।
এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ৩০ টি জাল নোট ও ২৪ পিস ইয়াবা ট্যাবলেট জ ব্দ করে র্যাব-৯। আ ট ককৃত আবুল কালাম আজাদ কুলাউড়া উপজে লার হরিচক গ্রামের চাঁন আলীর ছে লে।
এদিকে তাকে আ ট কের পর জ ব্দকৃত জাল নোট ও ইয়াবা ট্যাবলেটসহ কুলাউড়া থা নায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে।