হারিস মোহাম্মদ: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নতি দেশি-বিদেশি অনেকেই সহ্য করতে পারছে না। কাজেই আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশী-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে। তাই আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধে যভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেইভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। অন্যথায় বাংলাদেশ সিরিয়া, আফগানিস্তান ও ইরাকের মতো দেশে পরিণত হবে। দেশের অগ্রগতি, উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নৌকা মার্কার বিকল্প নেই।
তিনি রবিবার (২ জুন) সকালে মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাঁর অনুকূলে প্রাপ্ত “উপজেলা উন্নয়ন সহায়তা খাতের” বরাদ্দ থেকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ছাতা, দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং ক্ষুদ্র-নৃ গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় হাঁস-মুরগি ও গরুর উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।
একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিত শর্মা, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রমা পদ দে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলী, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন লেমন, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা প্রমুখ।