সিপিবি ও বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখা ছাত্র জনতার বিজয়কে অভিনন্দন জানিয়েছেন

প্রেসজ্ঞিপ্তি: বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের কোটাসংস্কার দাবী এবংপরবর্তীতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের আন্দোলন গতকাল ৫ আগষ্ট শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে চূড়ান্ত বিজয় লাভ করেছে। আমরা বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি ও বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে বিজয়ী ছাত্রজনতাকে অভিনন্দন জানাচ্ছি। আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রত্যেকটি ঘটনার বিচার দাবী করছি। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। উশৃঙ্খল কিছু লোক এই সুযোগে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বাড়ীঘর ও দোকানপাটে হামলা লুটতরাজ চালাচ্ছে। আমরা এই ঘটনারতীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে এই সকল ঘটনা বন্ধ এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর নিকট আহবান জানাচ্ছি এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে সকল নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে সেনাবাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করছি।

মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় দক্ষিনবাজারস্থ সমবায়মার্কেটে সিপিবি ও বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার যৌথ সভা মৌলভীবাজার জেলা সিপিবির সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও কুলাউড়া উপজেলার সভাপতি মইনুল ইসলাম শামীম, সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি কমরেড আব্দুল লতিফ, বাংলাদেশ জাসদ কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, সিপিবি নেতা মশরফ আলী, নির্মাল্য মিত্র সুমন, আব্দুল বাছিত মজুমদার, বাংলাদেশ জাসদ নেতা আব্দুল হান্নান, পৌর কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ সোমবার ভাংচুরকৃত কুলাউড়া বাজারের দোকানপাট ও সরকারী স্থাপনাসমূহ দেখতে যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *