বিমানবন্দরে সাবেক বনমন্ত্রীর ভাগ্নেসহ দুই যুবলীগ নেতা আটক

বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে পুলিশের হাতে আটক হয়েছেন সাবেক বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগ্নেসহ যুবলীগের দুই নেতা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ।

আটককৃতরা হলেন সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগ্নে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি জালাল উদ্দিন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা জুয়েল ও জালাল সৌদি আরবে পালিয়ে যেতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
বিকেল ৫টার দিকে তারা ইমিগ্রেশন ডেস্কে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের দুজনের বিরুদ্ধেই মামলা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে তাদের হস্তান্তর করেছে। আমরা বড়লেখা থানার সঙ্গে যোগাযোগ করেছি।
তারা হয়তো এসে নিয়ে যাবেন। অথবা না এলে আমাদের মেসেজ দেবেন। সে ক্ষেত্রে আমরা তাদের আদালতে উপস্থাপন করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *