মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: ইসরাইল হোসেন। ১৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক বলেন, আজ আমার প্রথম কর্মদিবস ছিল। কর্মদিবসের প্রথমদিনে জেলা সমন্বয় কমিটির সভাও ছিল। সেখানে উপস্থিত জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাফ জানিয়ে দিয়েছি, মৌলভীবাজারে আর দুর্নীতি চলবে না। সবাইকে নিজ নিজ দপ্তরে সরকারি সময়ানুযায়ী সকাল ৯টার আগেই কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের কোনো সুবিধা থেকে যাতে মৌলভীবাজারের নাগরিকরা আর বঞ্চিত না হন সে বিষয়ে সবাইকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের শক্ত অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, সকল সরকারি দপ্তরকে দুর্নীতিমুক্ত রাখতে সকল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স দেখাবে। এ ছাড়া মৌলভীবাজারে মেডিকেল কলেজসহ পর্যটন খাতের উন্নয়নেও তিনি গুরুত্বারোপ করেন।


তিনি আলো বলেন- আমি যতদিন আছি কোন অন্যায় বা দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। মৌলভীবাজার সকল সরকারি কর্মকর্তাদের সকালে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে । হাসপাতালের সামনে ফুটপাত নিয়ে এসপি সাহেবের সাথে কথা হয়েছে আমরা দূত ব্যবন্থা নেব। মৌলভীবাজার যেহেতু পর্যটন খ্যাত জেলা তাই আমরা সবাই মিলে এই পর্যটন খ্যাতকে সামনে এগিয়ে নেব ।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ আমার কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের মাধ্যমেই এই মৌলভীবাজারকে বাংলাদেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, বাসস প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, এনটিভি ও ইনকিলাব প্রতিনিধি এস এম উমেদ আলী, সংগ্রাম প্রতিনিধি মো: আজাদুর রহমান আজাদ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব ও নিউজ টুয়েন্ট্রিফোর টিভি প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমদ দুলাল, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, এশিয়ান টিভি প্রতিনিধি মো: মাহবুর রহমান রাহেল, কালের কন্ঠ প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, রুপালীবাংলা প্রতিনিধি সাহাজান আহমদ, দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহি কুটি, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ সহ অন্যন্যরা। অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *