কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত

মৌলভীবাজার প্রতিনিধি:

কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লংলা আধুনিক ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালন উপলক্ষে কলেজ মিলনায়তনে ১৬ সেপ্টেম্বর দুপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে গজল, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুুষ্টিত হয়। লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক মো. গোলাপ মিয়ার পরিচালনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন কলেজের সহকারী অধ্যাপক নজমুল হোসেন, নাজমা বানু, অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মুতলিব, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, মোঃ হেলাল খান, প্রভাষক মাহবুবুর রহমান প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের একাদশ শ্রেণীর  শিক্ষর্থী তানভীর নাঈম সানি। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কলেজের শিক্ষর্থী আব্দুল কাইয়ুম, একাদশ শ্রেণীর শিক্ষার্থী আবির আহমদ। শিক্ষার্থীর মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী সিপন মিয়া, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আয়েশা আক্তার লাকি। অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, শাহনাজ বাহার, জয়ন্ত কুমার দেবনাথ, আব্দুল মালিক, গায়ত্রী চক্রবর্তী, প্রভাষক সৈয়দ আতিকুজ্জামান, প্রদর্শক সমরেশ কুমার দাস রায়, সুরজিত কুমার দেব, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, মৌমাছিরকন্ঠ প্রতিনিধি হাসান আল মাহমুদ রাজু, কম্পিউটার অপারেটর তোফায়েল বেগ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং দৈনন্দিন জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গজল পরিবেশন ও আলোচনা শেষে  মিলাদ এবং দোয়া মাহফিল অনুুষ্টিত হয়। অনুষ্টান শেষে শিরনী বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *