শাহজালাল বিমানবন্দরকে ‘নীরব এলাকা’ ঘোষণা

স্টাফ রিপোর্টার: আগামী ১ অক্টোবর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী শাহজালাল বিমানবন্দর ও তার আশপাশের এলাকাকে (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লো মেরিডিয়ান পর্যন্ত) ‘নীরব এলাকা’ ঘোষণা করা হলো।

আগামী ১ অক্টোবর থেকে তা কার্যকর হবে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে গত ১০ সেপ্টেম্বর এক আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর ও দক্ষিণের এক কিলোমিটার অংশকে হর্নমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *