রাজনগরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

রাজনগর প্রতিনিধি: রাজনগরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার কামারচাক ইউনিয়নের কাজিরচক গ্রামের বাসিন্দা অপু চন্দ্র দত্ত (৩৫) নামের ভুক্তভোগী রাজনগর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অপু চন্দ্র দত্তের পরিবারের লামাকান্দি মৌজার জে এল নং ১৩২ খতিয়ার নং ২৫দাগ নং ৩৬৭পরিমান ১২শতক মৌরসী ভূমি লামাকান্দি গ্রামের নিবারণ মিত্র জোরপূর্বক দখলে নিয়েছেন। এই বিষয়টি নিয়ে পূর্বে একাধিক বার শালিশ বৈঠক হলেও তা সমাধান হয়নি। এছাড়াও নিবারন মিত্র উক্ত ভূমির মালিক দাবি করে কামারচাক ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে মামলা করেন। গ্রাম্য আদালতে বিষয়টির সমাধান না হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামলাটি সহকারী জজ আদালতে প্রেরণ করেন। আদালতে নিবারন মিত্র যথাযত তথ্য দিয়ে প্রমাণ করতে না পারায় আদালত মামলা টি খারিজ করে দেন। আদালতের রায়কে অমান্য করে বর্তমানে আবারও জোরপূর্বক দখল নিয়েছেন নিবারন মিত্র।

ভুক্তভোগী অপু চন্দ্র দত্ত বলেন, এই জায়গা আমাদের মৌরসী সম্পত্তি। বর্তমান রেকর্ড আমার পিতামহের নামে। আমার বাবা অমরেশ দত্ত গ্রামের সাধারণ একজন কৃষক। আমাদের অভ্যন্তরীন পারিবারিক কিছু কলহের জের ধরে আমাদের প্রতিবেশি একটি পরিবার কিছু কু-চক্রীদের মদদপৃষ্ট হয়ে নিবারন মিত্র আমাদের কৃষি জমি জোর পূর্বক দখল করেন। উনার দায়েরী মিথ্যা মামলা বিচার কার্য্য সম্পাদনের পর বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় ঘোষণা করেন। ইতোমধ্যে তার বসত ঘরের সাথে আমার দাদার আমলের কিছু গাছ (২ লক্ষ টাকার) আনুমানিক তিনি কর্তন করে জোর পূর্বক বিক্রি করেছেন। আমরা নিরীহ মানুষ হিসাবে ভয়ে মুখ খুলে কিছু বলতে পারি নাই।

এ বিষয়ে নিবারন মিত্রের কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গাটি আমি ক্রয় করেছি কিন্তু কোনো কাগজপত্র নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *