কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলা সভাপতি হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন। শুক্রবার বিকেলে কুলাউড়া পৌর মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বি বার্ষিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মৌলভীবাজার জেলা সভাপতি আলাউদ্দিন শাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল মুন্তাজিম,উপজেলা উপদেষ্টা মোঃ জাকির হোসেন , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা সেক্রেটারি আব্দুল মোমিত, কুলাউড়া উপজেলা উপদেষ্টা সাইফুল ইসলাম খান।
সমাবেশে সদস্যদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলা সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আলাউদ্দিন। এর আগে তিনি উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা সেক্রেটারি হিসাবে মনোনীত হন দিদার হোসাইন।
এ ছাড়াও ৪ জন নিবাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- আবুল কাশেম আজাদ, মাওলানা সাইদুল ইসলাম, শরিফ আহমদ, ইউনুছ আহমদ।