জুড়ী প্রতিনিধি: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের অন্যতম জেলা-৪ এর এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী ও এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর এজিএম এবং বন্যায় ক্ষতিগ্রস্হ ১২ জন মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
আজ শনিবার (৩০ নভেম্বর) এপেক্স বাংলাদেশ ও জেলা-৪ এর আর্থিক সহযোগিতায় জুড়ী ভ্যালী ও হাকালুকি ভিউ এর আয়োজনে অনুষ্ঠিত এজিএম ও সেলাই মেশিন বিতরণকালে ক্লাব সভাপতি যথাক্রমে এপেঃ নোমান আহমদ ও এপেঃ আনিছুর রহমান শিপলুর সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেঃ এডভোকেট সমিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা-৪ এর গভর্ণর এপেঃ এডভোকেট মোঃ আব্দুল খালিক,আইপিডিজি এপেঃ এডভোকেট জালাল উদ্দীন, জেলা-৪ গভর্ণর ( ইলেক্ট) এপেঃ এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর,পিডিজি এপেঃ আহমেদ জাকারিয়া, পিডিজি পিএনএসডি এপেঃ শাহেদুর রহমান শাহেদ,পিডিজি পিএনএসডি এপেঃ এডভোকেট মাছুম আহমদ,অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ এর অতিত সভাপতি ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান এপেঃ আবজাল হোসেন।
উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব শাহপরান সিটির অতিত সভাপতি এপেঃ মইনুল ইসলাম খান,এপেক্স ক্লাব অব গ্রীণহিলসের সভাপতি এপেঃ মনিরুজ্জামান রাসেল, এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ এর অতিত সভাপতি এপেঃ আবুল হোসেন,
এপেক্স ক্লাব অব সিলেটের সভাপতি এপেঃ মোস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অতিত সভাপতি এপেঃ শহিদুল ইসলাম তনয়,অতিত সভাপতি এপেঃ শাহীন আহমদ,এপেক্স ক্লাব অব সুরমা ভিউ এর সভাপতি এপেঃ শাহেদুন্নবী শাহেদ,এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতিত সভাপতি এপেঃ সিরাজুল ইসলাম,অতিত সভাপতি এপেঃ মনসুরুর রশিদ পলাশ, অতিত সভাপতি এপেঃ এম রাজু আহমদ,অতিত সভাপতি এপেঃ নাজিম উদ্দীন মানিক, অতিত সভাপতি এপেঃ আনোয়ার হোসেন, অতিত সভাপতি এপেঃ হাবিবুর রহমান,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ হাসান আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ জহিরুল ইসলাম সরকার,এপেঃ ইমতিয়াজ আহমেদ নাঈম,এপেঃ হাবিবুর রহমান হাবিব,এপেঃ শামীম আহমদ,,এপেঃ গৌছ উদ্দিন।এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর অতিত সভাপতি এপেঃ মোঃ আব্দুল আজিজ, এপেঃ মোঃ তাজুল ইসলাম, অতিত সভাপতি এপেঃ মাহবুবুর রহমান, অতিত সভাপতি এপেঃ তোফাজ্জল হোসেন কামাল,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ ওমর ফারুক,সেক্রেটারি এন্ড ডিএনএডিটর এপেঃ ডাঃ আল আমিন তালুকদার,এপেঃ আব্দুর রহিম, এপেঃ আব্দুল বাছিত,এপেঃ ইন্জিনিয়ার ফখরুল ইসলাম রুবেল,এপেঃ হাফিজ আহমদ,এপেঃ মোতাহার হোসেন,এপেঃ সুমন দাশ,এপেঃ পাপলু পাল প্রমূখ।
সভায় এপেঃ হাসান আহমদ কে সভাপতি ও এপেঃ শামীম আহমদ কে সেক্রেটারি এন্ড ডিএনএডিটর করে এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী এবং এপেঃ ওমর ফারুক কে সভাপতি ও এপেঃ ইন্জিনিয়ার ফখরুল ইসলাম রুবেল কে সেক্রেটারি এন্ড ডিএনএডিটর করে এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর ২০২৫ বর্ষের ক্লাব বোর্ড গঠন করা হয়।
সভা শেষে ১২ জন উপকারভোগী মানুষের মাঝে ১২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।