ডেস্ক রিপোর্ট : এবার আর ফোন বা চিঠিতে নয়, শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি বলিউড ভাইজান সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে না পারলেও, দূর থেকেই সালমানকে প্রাণনাশের হুমকি দেন সেই ব্যক্তি এবং দাবি করেন তিনি লরেন্স বিষ্ণোইর দলের লোক!
পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে।
তবে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত সালমানের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
প্রথমে বন্ধু বাবা সিদ্দিকির হত্যা। তারপর একের পর এক খুনের হুমকি। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে।
বন্ধুর মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালেও ছুটে গিয়েছিলেন সালমান। শোনা গিয়েছে, অত্যন্ত ভেঙে পড়েছেন তিনি। কিন্তু হুমকির শেষ নেই। এর আগে হুমকির বার্তায় পাঁচ কোটি টাকার দাবি করা হয়েছিল। সেই ঘটনার অভিযুক্ত হিসেবে জামশেদপুরের এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যেই আবার কিছুদিন আগে আবার সালমান খান ও বাবা সিদ্দিকির ছেলে তথা মুম্বাইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক জিশান সিদ্দিকিকে হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে ২০ বছরের এক যুবককে পাকড়াও করা হয়েছে। কিন্তু তার পরও হুমকির পালা অব্যাহত রয়েছে।