বিয়ের সাজে উষ্ণতা ছড়িয়ে ভাইরাল বুবলী

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রী শবনম বুবলীর বিয়ের সাজে কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই ভেবে নিয়েছেন, শীতের শুরুতেই কি তবে বিয়ে সেরে ফেলেছেন তিনি। তবে বিষয়টি আসলে কিছুটা ভিন্ন।

জানা গেছে, এসব ছবি শুধুমাত্র একটি ফটোশুটের অংশ, যেখানে বুবলী বউ সাজে সেজেছিলেন। এই শুটের আয়োজক ছিলেন জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহা, যিনি বলেন, ‘বুবলীকে নিয়ে আমরা তিনটি শুট করেছি—ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছে এবং সময় মতো কাজে যোগ দিয়েছে।’

এটি বুবলীর সঙ্গে গৌতম সাহার প্রথম কাজ নয়। পূর্বে একাধিকবার তাদের সহযোগিতার কথা জানিয়েছিলেন এই কোরিওগ্রাফার। তিনি বলেন, ‘বুবলী একজন খুব ভালো মেয়ে, কাজ ছাড়া আর কিছুই চিন্তা করে না। শুটিং সেটে তাকে খুবই পরিশ্রমী মনে হয়। কাজ শেষ না হওয়া পর্যন্ত সে খাওয়াদাওয়ার কথা মনে রাখে না। সম্প্রতি আমরা একটি বিউটি পার্লারের ফটোশুটও করেছি।’ এদিকে, বুবলীর হাতে বর্তমানে কোনো সিনেমা নেই, তবে তিনি তাঁর অবসর সময় কাটাচ্ছেন বিভিন্ন প্রোমোশন, শোরুম উদ্বোধন এবং ফটোশুটে।

ঢালিউডে তাঁর আগমন ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ছবির মাধ্যমে। এরপর থেকে তার ক্যারিয়ার বেশ উচ্চতায় পৌঁছেছে। যদিও তার অভিনীত সাম্প্রতিক ছবিগুলোর মধ্যে কোনো ব্যবসাসফল হয়নি, তবে তিনি জানান, নতুন কাজ নিয়ে খুব শিগগিরই তিনি পর্দায় ফিরছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *