ডেস্ক রিপোর্ট: বর্ষসেরা একাদশে লিওনেল মেসির অবস্থান এতদিন ছিল ফুটবলের সবচেয়ে ধারাবাহিক ঘটনাগুলোর একটি। এবার সেই ধারায় ছেদ পড়ল। ফিফপ্রোর ২০২৪ সালের সেরা একাদশে জায়গা হয়নি আর্জেন্টাইন তারকার। এবারের ১১ জনের মধ্যে সবচেয়ে বেশি ৬ জন আছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ থেকে। পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠনের (ফিফপ্রো) ওয়েবসাইটে সোমবার রাতে বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়।
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আছেন ৪ জন। শুরুটা হয়েছিল ২০০৭ সালের ১৭ ডিসেম্বরে, পেশাদার ফুটবলারদের ভোটে প্রথমবার ফিফপ্রো বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছিলেন মেসি। তারই অবসান হলো ২০২৪ সালের ৯ ডিসেম্বর। ৭০ দেশের খেলোয়াড়দের ভোটে নির্বাচিত বর্ষসেরা দলে নেই আর্জেন্টিনার মহাতারকা। গত ১৭টি ফিফপ্রো একাদশে প্রত্যেকবার ছিল মেসির নাম যা রেকর্ড। তার পরে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার এই দলে জায়গা পান ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৬ সালের পর প্রথমবার তাদের দুজনের কেউই নেই এই ১১ জনের তালিকায়।
প্রায় ২০ বছরের মধ্যে এবারই প্রথম এই একাদশে জায়গা হলো না গত বছর ইউরোপিয়ান ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মেসির। ২০০৭ সালে প্রথম এই একাদশে জায়গা পেয়েছিলেন তিনি, সেই থেকে টানা এবং রেকর্ড সর্বোচ্চ ১৭ বার জায়গা পান আটবারের বর্ষসেরা ফুটবলার। ৭০টি দেশের ২১ হাজারের বেশি ফুটবলারের ভোটে প্রতি বছরের সেরা একাদশ ঘোষণা করে সংস্থাটি। সর্বোচ্চ ১১ হাজার ১৭৬ জনের ভোট পেয়েছেন রিয়ালের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
প্রথমবারের মতো একাদশে জায়গা পেয়েছেন দানি কারভাহাল, আন্টোনিও রুডিগার, এদেরসন ও এবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রি। মেসিকে পেছনে ফেলে আক্রমণভাগে জায়গা করে নিয়েছেন সময়ের সবচেয়ে আলোচিত তিন ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ড, কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী টনি ক্রুস জুন-জুলাইয়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে ফুটবলকে বিদায় জানান। তিনিও আছেন একাদশে। রিয়াল ও ম্যানসিটির বাইরে জায়গা পেয়েছেন কেবল একজন- লিভারপুল ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। ফিফপ্রো বর্ষসেরা একাদশ
গোলরক্ষক : এদেরসন (ম্যানসিটি) ডিফেন্ডার : দানি কারভাহাল (রিয়াল), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), আন্টোনিও রুডিগার (রিয়াল) মিডফিল্ডার : জুড বেলিংহ্যাম (রিয়াল), কেভিন ডি ব্রুইন (ম্যানসিটি), টনি ক্রুস (রিয়াল), রদ্রি (ম্যানসিটি)
ফরোয়ার্ড : আর্লিং হাল্যান্ড (ম্যানসিটি), কিলিয়ান এমবাপে (রিয়াল) ও ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল)।