শেড অব নেচারের উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার পরিবেশবাদী সংগঠন ‍’শেড অব নেচার’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৭ অক্টোবর রোববার কুলাউড়ার বঙ্গবন্ধু উদ্যানে সংগঠনের সভাপতি মো: মিনহাজুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কর্মসূচির উদ্বোধক কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। শেড অব নেচারের সাধারণ সম্পাদক শাহীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুছ ছালাম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জাকির হোসেন, কুলাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রশীদ সুমন, কুলাউড়া প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা শহিদুল ইসলাম তনয়, শেড অব নেচারের শেকর কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শেকর কমিটির সদস্য রামিম রাসেল, সাঈদ খান শাওন, সিনিয়র সদস্য সোহেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ তালিম, প্রচার সম্পাদক সুমন আহমেদ, ক্রীড়া সম্পাদক রুবেল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার সালমা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, পরিবেশ বিষয়ক সম্পাদক মাঈদ খান শোভন। দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক ও কারিগরি সহায়তা করেছে কুলাউড়া উপজেলার ব্যপক সুনাম অর্জনকারী সংগঠন ‘কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ’ এবং ‘নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন’।

উল্লেখ্য, দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রায় দুইশত মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *