ইউ কে জাতীয় পার্টির আলোচনা সভা অনুস্টিত

লন্ডন প্রতিনিধি : ১০ নভেম্বর গনতন্ত্র দিবস উপলক্ষে ইউ কে জাতীয় পার্টির উদ্যোগে সংঘটনের আহব্বায়ক এডভোকেট এবাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচীব রেজাউল হায়দার রাজুর পরিচালনায় আলোচনা সভা অনুস্টিত হয়। পবিএ কোরআন থেকে তিলাওয়াত করেন আলমাছ হোসেন মধু। প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জাপা প্রেসিডিয়াম মেম্বার ও রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচীব ব্যারিস্টার শামীম হায়দার পাঠওয়ারী এম পি ।উনার বক্তব্যে বলেন গনতন্ত্র প্রতিস্টার জন্য জাতীয় পার্টির নেতা কর্মিদের কে দেশেবিদেশে আন্দোলন করতে হবে।একমাএ জাতীয় পার্টির আমলেই গনতন্ত্র ছিল ।আজকে দেশের কোথাও গনতন্ত্র নেই। বি: অতিথি উপস্তিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সিনিয়র যুগ্ন আহব্বায়ক সাজ্জাদুর রহমান পাভেল।উপদেস্টা মো সামছুল হক। কেন্দ্রীয় সদস্য ও যুগ্ন আহব্বায়ক যথাক্রমে আব্দুল মুমিন চৌধুরী বুলবুল ।তুফায়েল আহমেদ।রুহুল আমিন।মুখপাত্র আজম আলী।মস্তফা মিয়া। বক্তব্য রাখেন সদস্য বৃন্দ গিয়াস মিয়া। জবলু উদ্দিন, আলকাছুর রহমান, রুহুল আনাম খান, মুনিরুল ইসলাম, মো: শাহজাহান, সাহেব আলী, নুরুল হক, ফয়েজ আলি প্রমুখ। রেজাউল হায়দার রাজু ব্যাক্তিগত তহবিল থেকে নির্মানাধীন পল্লীবন্ধু হাসপাতালের জন্য ৫০,০০০ টাকার চেক ব্যারিষ্টার পাঠওয়ারী এমপি মহোদয়ের নিকট হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *