আবারও জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসারের পুরস্কার পেলেন এএসআই মাহবুবুল

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

প্রতিবারের ন্যায় এবারও জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে পুরস্কার পেলেন এএসআই মাহবুবুল। মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে পুরস্কার পেলেন এএসআই মাহবুবুল। ৯ মে সোমবার আইজিপি মহোদয় এর নির্দেশক্রমে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রতিমাসের ন্যায় এপ্রিল/২০২২ ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নিকট থেকে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এ এস আই হিসাবে পুরস্কার গ্রহণ করেন। এসময়ে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান কে। এ সময়ে তিনি আরো বলেন, পুরস্কার প্রাপ্তিতে অনন্য অবদান মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক স্যারের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন) স্যারদের উৎসাহ, উদ্দীপনা ও মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্স এর সহযোগিতায় পুরস্কার প্রাপ্তিতে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এসময়ে ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তাগন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এএসআই মাহবুবুল এ নিয়ে ১৩ বার জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসারের পুরস্কার পেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *