অনলাইন ডেস্ক : দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. বাবুল হাসান (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত বাবুল হাসান আজ ১৮ মে বুধবার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর বাজারে একটি অনুষ্ঠান শেষ করে দেওয়ানগঞ্জ ফিরছিলেন।
পথে পৌর এলাকার আতার মোড়ে পৌঁছলে দেওয়ানগঞ্জ থেকে আসা একটি ট্রাক বাবুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ময়মনসিংহে রেফার্ড করা হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মার যান। নিহত বাবুল চিকাজানী ইউনিয়নের চর মাগুরিহাট পূর্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা কালের কণ্ঠকে বলেন, ‘নিহত বাবুল ছাত্রলীগের একজন দক্ষ সংগঠক ছিলেন। এ ঘটনায় আমরা শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ‘
এ ঘটনায় ট্রাকসহ চালক দুলালকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানার পুলিশ।