‘ডাকাত’ সন্দেহে র‌্যাবের ওপর হামলা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় ডাকাত সন্দেহে তিন র্যাব সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে র‌্যাবের আহত দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়াম মাঠ থেকে র্যাবের নিজস্ব হেলিকপ্টারে করে তাদের ঢাকায় আনা হয়।

আহত র্যাব সদস্যরা হলেন কাউসার (২৯), মোখলেস (৩৩) ও পারভেজ (২৮)।

রাতে র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ৮টার দিকে র্যাবের একটি টিম মাদক ব্যবসার তথ্যসংগ্রহ করতে বারইয়ারহাট গেলে দুস্কৃতকারীরা পরিকল্পিকতভাবে ডাকাত ডাকাত চিৎকার করে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এসময় পোশাকধারী অন্য একটি র্যাব টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। হামলায় দুই র্যাব সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার চৌধুরী। তিনি বলেন, ফেনীর স্থানীয় হাসপাতাল থেকে আহত আমাদের দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে।’

—-ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *