আজাদ রহমান
দুধের মাছি বসবে দুধে স্বভাব যে তার এই,
ঢাকনা দিয়ে রাখলে ঠিকই দেখতে মাছি নেই।
ছিলা কলা কেউ কিনে না যদিও ছিলে খায়,
মূল্যহীন এই ছালের জন্য সঠিক মুল্য পায়।
অহংকারী মানুষ যারা নিয়ম করে হেলা,
হোক না যতই রাগব বোয়াল শেষ হবে তার খেলা।
হিংসা হলো মনের আগুন নিজকে পোড়ায় নিজে,
কার কি আসে? নিজেই জ্বলে অগ্নি জলে ভিজে।
লোভ লালসা ধ্বংশ করে পাওয়ার সকল সুখ,
লোভী প্রাণে লেগেই থাকে বারোমাসি দুখ্।
গায়ের পোশাক সাদা হলেই হয় না রে কেউ ভালো,
মনের গায়ে নোংরা পোশাক দেখে না সে আলো।
যায় না দেখা এমন কিছু থাকে মনের ঘরে,
মানুষ হতে জ্বালাও আলো অদেখা এই ঘরে।
মন ঘরের ঐ নোংরা যদি করতে পারো দূর,
দেখবে জীবন সুখে ভরা শুনবে মধুর সুর।