পাকিস্তান এশিয়া কাপেও ভারতকে হারাবে: রশিদ

অনলাইন ডেস্ক :

আর মাস দুয়েক পরই শুরু হবে এশিয়া কাপের আসর। আর এসিসির টুর্নামেন্ট মানেই ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে সেই প্রথম তারা ভারতকে হারিয়েছিল। এবার আসন্ন এশিয়া কাপেও বাবর আজমরা ভারতকে হারিয়ে দেবে বলে মনে করেন রশিদ লতিফ। এ বছর ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এখনো বেশ খানিকটা সময় বাকি থাকলেও এখন থেকেই শুরু হয়েছে কথার লড়াই। সাবেক পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার রশিদ বলেছেন, ‘ভারত নিঃসন্দেহে ভালো দল, তবে বর্তমানে পাকিস্তান যে ক্রিকেটটা খেলছে, তার ধারেকাছে আর অন্য কেউ নেই। পাকিস্তান দলে বাবর আজম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটাররা আছেন। যারা বর্তমানে আইসিসির বিচারে সেরা। ‘ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উন্মাদনা। যদিও রাজনৈতিক কারণে এক দশক ধরে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ। দুই দলের দেখা হয় আইসিসি বা এসিসির টুর্নামেন্টগুলোতে। রশিদ আরো বলেন, ‘আমি আশা করছি পাকিস্তান এবারের এশিয়া কাপ জিতবে। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়টা পাকিস্তান ক্রিকেটে নতুন প্রাণসঞ্চার করেছে। অন্য দলগুলোও কঠিন প্রতিদ্বন্দ্বিতা করবে তাতে সন্দেহ নেই। তবে এবারের এশিয়া কাপের মূল লড়াইটা হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *