পদ্মা সেতু: প্রথম ৮ ঘণ্টায় ৮২ লাখ টাকার বেশি টোল আদায়

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু রবিবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এ দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা সেতু পার হওয়া যানবাহন থেকে টোল আদায়ের মাধ্যমে ৮২ লাখ ১৯ হাজার টাকা রাজস্ব আয় করেছে সরকার।
এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন ইউএনবিকে বলেন, ‘আজ (রবিবার) দুপুর ২টা পর্যন্ত ৮২ লাখ ১৯ হাজার টাকা টোল আদায় করা হয়েছে।’
তিনি বলেন, এ সময়ে প্রায় ১৫ হাজার ২০০ যানবাহন সেতুটি অতিক্রম করেছে।
বিবিএ জানায়, আগামী ৩৫ বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় উঠে যাবে বলে আশা করছে সরকার।
অর্থ মন্ত্রণালয় বিবিএকে ৩০ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে এবং তা ৩৫ বছরের মধ্যে এক শতাংশ সুদের হারে পরিশোধ করতে হবে।
এদিকে পদ্মা সেতুতে যানবাহন থামানো, হাঁটা ও ছবি তোলা সম্পূর্ণ নিষেধ ও শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা দিয়েছে সরকার।
এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া সেতু পার হওয়ার সময় সবাইকে টোল দেয়ার অনুরোধ জানিয়েছে সরকার।

—ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *