বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র এবিএম গোলাম কবির এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পিন্টু, যুগ্ম সম্পাদক মোঃ খলিলুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না সহ প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক সহ আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরন করেছেন তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।