প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

অনলাইন ডেস্ক :

বহু জল্পনা কল্পনা শেষে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত হলো। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বিচারপতি জয়ন্ত জয়াসুরিয়া তাকে শপথবাক্য পাঠ করান।

শ্রীলঙ্কায় চলমান গণবিক্ষোভের মুখে গতকাল (১৪ জুলাই) পদত্যাগ করেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তার স্থলাভিষিক্ত হলেন রনিল বিক্রমাসিংহে।

এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে একটি সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান। সেখান থেকে তিনি বৃহস্পতিবার সিঙ্গাপুরে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সে দেশেই অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *