জসিম চৌধুরী : বহির্বিশ্বে ব্রাহ্মণবাজার ইউনিয়নের প্রবাসীদের সমন্বয়ে গঠিত সমাজিক সংগঠন স্ট্যান্ড ফর ব্রাহ্মণবাজারের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই (শুক্রবার) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানে প্রবাসী ছাড়াও সংগঠনের পক্ষ থেকে দেশে দায়িত্বরত ব্যক্তিদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সভাপতি জালাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হোসেন মসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহোতসিন আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, ইয়াকুব তাজুল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমীন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ সারোয়ার আলম বেলাল, ইউপি সদস্য ছয়ফুল ইসলাম ছয়ফুল, ষ্ট্যান্ড ফর ব্রাহ্মণবাজারের সাধারন সম্পাদক মোঃ ময়নুল ইসলাম, এডভোকেট আজিজুর রহমান, সৌদি আরব প্রবাসী দেলোয়ার হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন তারা মিয়া, শিপন বিশ্বাস, রুয়েল আহমদ, আব্দুল মুকিতসহ দেশে দায়িত্বরত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে দেশে কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত ৭ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।