জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: এক দিনে চারটি লাশ উদ্ধার হয়েছে মৌলভীবাজার জেলায়। রাজনগর উপজেলার করিমপুর চা-বাগান থেকে জসীন্তা মুন্ডা (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, কুলাউড়ায় রেল লাইনের পাশ থেকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের জমির আলীর মেয়ে আখলিমা বেগমের লাশ উদ্ধার, জুড়ী উপজেলায় ছোটধামাই এলাকায় পারুল বেগম (১৯) এ কিশোরী কুয়ার পানিতে পড়ে প্রাণ হারায়, এ ছাড়াও কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে মাহমুদুর রহমান হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
কুলাউড়া : রেললাইনের পাশ থেকে উদ্ধারকৃত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ৩০ জুলাই শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা পিবিআইর ক্রাইমসিন টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।
ওই নারী সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের জমির আলীর মেয়ে আখলিমা বেগম। তিনি ১০ বছর ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এর আগে, দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘেরটেকি এলাকা থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি মো: আব্দুছ ছালেক জানান, সকালে স্থানীয়রা টিলাগাঁওয়ের বাঘেরটেকি এলাকায় রেললাইনের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে।
রাজনগর : রাজনগর উপজেলা থেকে জসীন্তা মুন্ডা (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাজনগর থানা-পুলিশ। ৩০ জুলাই শনিবার সকালে উপজেলার করিমপুর চা-বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। করিমপুর চা-বাগানের উত্তর লাইনের ১ নম্বর মুন্ডা টিলার অনিল মুন্ডার মেয়ে ওই তরুণী। তিনি বাগানে চা-পাতা তোলার কাজ করতেন। স্থানীয় লোকজন জানান, শনিবার সকাল ৯টায় করিমপুর চা-বাগানের শ্রমিকেরা ১ নম্বর সেকশনে লেবেক শিরীষগাছে ওই তরুণীর মরদেহ ঝুলে থাকতে দেখেন। মরদেহ দেখতে পেয়ে রাজনগর থানায় খবর দেন তাঁরা। পরে রাজনগর থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বাগানের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওয়াসিফ হক বলেন, ‘সকাল ১০টার সময় আমি খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করি।’ রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হক জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
জুড়ী : জুড়ী উপজেলায় কুয়ার পানিতে পড়ে প্রাণ গেল এক কিশোরীর। শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ছোটধামাই এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত কিশোরীর নাম পারুল বেগম (১৯)। সে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামের ইয়াকুব আলীর মেয়ে। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারুল বেগম মানসিক প্রতিবন্ধী ছিল। সে বিকেল আনুমানিক ৪ টায় পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের কুয়ায় পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর কুয়ায় পারুলের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মৃত দেহ উদ্ধার করে।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী চক্রবর্তী জানান, অভিযোগ না থাকায় মৃত কিশোরীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়া : পুকুরের পানিতে ডুবে মাহমুদুর রহমান হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ জুলাই শনিবার বিকেলে পৌরসভার উছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসান ওই এলাকার মো. রব মিয়ার ছেলে। নিহত শিশু হাসানের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পিছনে হাসান খেলাধুলা করছিল। এ সময় পরিবারের অজান্তে সে বাড়ির পিছনে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখেন। পরে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার ওসি মো: আব্দুছ ছালেক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।