২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না সুপার টুয়েলভ

অনলাইন ডেস্ক :

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। চারটি গ্রুপে বিভক্ত হয়ে আসরে ২০টি দল অংশ নিবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি দল সুপার এইট পর্বে খেলবে। অর্থাৎ ২০২১ বা ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আগামী আসরে সুপার টুয়েলভ পর্ব থাকছে না। সুপার এইটে উঠা আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপে চারটি করে দল খেলবে। প্রতিটি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। দুই সেমিতে জয় পাওয়া দু’টি দল ফাইনাল খেলবে। ২০ দলের আগামী বিশ্বকাপে ইতোমধ্যেই ১২টি দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ঐ বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। এ মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সুপার টুয়েলভে সেরা আটে থাকার সুবাদে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স-আপ পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তানও। আইসিসির নিয়মনুযায়ী ১৪ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা দশের মধ্যে ছিলো তারা। আঞ্চলিক বাছাইপর্ব খেলে বাকি আট দেশকে বিশ্বকাপেঅনলাইন ডেস্ক :
জায়গা পেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *