কুলাউড়ায় জাইকার অর্থায়নে পাল্লাকান্দি লংলা হাইস্কুলে শ্রেণীকক্ষের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নে পাল্লাকান্দি লংলা জুনিয়র হাইস্কুলে নতুন শ্রেণী কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৩১ জানুয়ারি রবিবার বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেণীকক্ষের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, একাডেমীক সুপার ভাইজার শফিকুল ইসলাম, টিলাগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক, এনজিও সংস্থা ওয়াফের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিক, ইউপি সদস্য আব্দুল মালিক ফজলু, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নোমান আহমদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস শহীদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) মাধ্যমে ‘পাল্লাকান্দি লংলা জুনিয়র হাই স্কুলে ১১ লাখ ৪ হাজার ৯৭২ টাকা ব্যয়ে নতুন একটি শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *