ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নে একটি ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানরত অবস্থায় মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আব্দুল মালিক মনসুরী (৬৫) নামের এক ইমাম। ওই ইমামের মৃত্যুতে মৌলভীবাজার জেলাসহ কুলাউড়ার মুসল্লী ও আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বাড়ী রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে। বুধবার দুপুর আড়াইটায় পাঁচগাঁও সরকার বাজার দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশ নেন। জানা যায়, কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক আল মনসুরী ২১ মার্চ মঙ্গলবার রাত দশটায় এশার নামাজের ইমামতি শেষ করে ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে আসন্ন রামাদ্বান উপলক্ষে দ্বারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রস্তুতি মূলক বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করতে যান। বয়ান শুরু করে দুরুদ শরীফ পাঠ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে মাইকের উপর পড়ে যান। সবাই কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই আলেমের আকস্মিক মৃত্যুতে কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ মমদুদ হোসেন জানান, উনার গ্রামের মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে ওই আলেম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। ওয়াজ শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সাথে সাথে তিনি নিজে গাড়ী চালিয়ে ওই আলেমকে স্থানীয় মুসলিম এইড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *