মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসন ও র‌্যাব-৯ মাঠে নেমেছে

স্টাফ রিপোর্টার : করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যেগে ও র‌্যাব-৯ এর সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অভ্যাহত রয়েছে। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনেককে মাস্ক পুরিয়ে দেওয়া হয় এবং জরিমানা ও মামলা দায়ের করা হয়।

বৃহস্পিতবার ৩ ডিসেম্বর দূপুরে শহরের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতকে শ্রীমঙ্গল র‌্যাব ৯ এর ক্যাম্প কমান্ডার আহমেদ নোমান জাকির নেতৃত্বে সহযোগীতা করে র‌্যাবের একটি দল। ভ্রাম্যমান আদালত এ সসয় ১২ টি মামলা ২ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শুধু জরিমানা করা হচ্ছে। আগামীতে ভ্রাম্যমান আদালত আরও কঠোর হয়ে মাস্ক না পড়ার কারণে কারাদন্ডও দিতে পাড়ে। করোনার ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখতে মাস্কই একমাত্র ভরসা। মাস্ক পরা নিশ্চিত করতে মূলত মাঠে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *