কুলাউড়া প্রতিনিধি : ফের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। অতচ মানুষ স্বাস্থ্যবিধি মানতে রাজি নয়। স্বাস্থ্যবিধি না মানা হলে ফের ভয়াবহ রুপ নিতে পারে মরণঘাতি করোনা ভাইরাস। কুলাউড়ায় সচেতনতার বৃদ্ধির করার লক্ষ্যে কুলাউড়া পৌরসভার উদ্যোগে ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (০৪ এপ্রিল) সকালে পৌর ভবন সম্মুখে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। ‘মাস্ক পরুন সামাজিক দুরত্ব বজায় রাখুন সুরক্ষিত থাকুন’এই স্লোগানকে সামনে রেখে কুলাউড়া পৌরসভার উদ্যোগে ৩ হাজার মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় প্রমুখ। এছাড়াও পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।