লন্ডনে ২০ পেন্সের চামচ বিক্রি হল ২ হাজার ৩৭৫ পাউন্ডে!

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাজ্যের লন্ডনে ঘরের বিভিন্ন জিনিসপত্র কেনাবেচার জন্য কার বুট সেলস খুব জনপ্রিয় বাজার। ওই রকম একটি বাজার থেকে চামচটি কেনেন তিনি। দেখেই বোঝেন সাধারণ আর দশটা চামচের চেয়ে ওই চামচটি ভিন্ন।

তাই বাড়ি ফিরে সমারসেটের লরেন্স নিলাম কোম্পানিতে ফোন দেন তিনি। ওই কোম্পানির বিশেষজ্ঞরা চামচটি পরীক্ষা করে জানান, চামচটি ত্রয়োদশ শতাব্দীর চামচ। চামচটির নিলামে শুরুর দাম রাখা হয় ৫০০ পাউন্ড। শেষমেষ ২ হাজার ৩৭৫ পাউন্ডে বিক্রি হয় চামচটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *