২২ বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে-জুড়ীতে স্বরাষ্ট্রমন্ত্রী

হারিস মোহাম্মদ : জুড়ী থানার নব নির্মিত ভবন উদ্ভোধন উপলক্ষে সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন, ২২ বার প্রধানমন্ত্রী শেখহাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু মহান আল্লাহ তাঁকে বাঁচিয়ে দিয়েছেন। এদেশের উন্নতির জন্যই তিনি বেঁচে আছেন। কোভিড কালীন সময়ে সারা বিশ^ যখন বিপর্যস্ত তখন শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা কোভিডের মোকাবেলা করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ এখন এসডিজি অর্জন করতে পেরেছে। এজন্য বিশ^ বাংলাদেশের নেতৃত্বের প্রসংশায় পঞ্চমুখ হচ্ছে। শেখ হাসিনাকে বড় বড় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করছে। গতকাল বেলা ১২টায় মৌলভীবাজারের জুড়ী থানার নব নির্মিত ভবন উদ্ভোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের নামফলক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ¦ শাহাব উদ্দিন আহমদ এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি, সৈয়দা জোহুরা আলাউদ্দিন এমপি, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, এস,এম,পির কমিশনার মোঃ নিশারুল আরিফ, সিলেট রেঞ্জ এর ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহমেদ পি,পি,এম, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ মোঈদ ফারুক, জুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বদরুল হোসেন প্রমুখ। প্রধান অতিথি আরোও বলেন ২০১৬ সালের ২৯ নভেম্বর আমি এসে ছিলাম এই থানার ভিত্তি প্রস্তর স্থাপন করতে, আর আজও এসেছি থানার উদ্ভোধন করতে; সেদিক থেকে আমি অত্যন্ত সৌভাগ্যবান। তিনি মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানের কথা স্বীকার করে বলেন, বাংলাদেশের পুলিশ বাহিনীর সক্ষমতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তার সুযোগ্য কন্যা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে নিয়েছি, এখন মাদকের বিষাক্ত ছোবল থেকে আমাদের পরবর্তী প্রজন্ম’কে বাঁচানোর প্রচেষ্টা চালাতে হবে। এজন্য পুলিশের পাশাপাশি তিনি জনপ্রতিনিধি, সমাজকর্মী তথা অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *