বড়লেখায় ১০ ইউনিয়নে নৌকার মনোনয়ন চান এক নারী সহ ৫৩ আ’লীগ নেতা

আব্দুর রব : বড়লেখার ১০ ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই উপলক্ষে ১৬ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন। জেলা পরিষদ জনমিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। দলীয় সুত্র জানিয়েছে, উপজেলার ১০ ইউনিয়নে নৌকার প্রার্থীতা চেয়ে নিজেদের জীবন বৃত্তান্তসহ নাম জমা দিয়েছেন ৫৩ জন আওয়ামী লীগ নেতা। এদের মধ্যে একজন বিদ্রোহীসহ ৭ জন বর্তমান চেয়ারম্যান রয়েছেন। উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের একমাত্র মহিলা মনোনয়ন প্রত্যাশী হলেন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সুলতানা কুহিনূর সারওয়ারী। বর্নি ও উত্তর শাহবাবাজপুর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় বর্তমান চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ও এনাম উদ্দিন প্রার্থীতা চাননি। এদের একজন আমেরিকায় ও অপরজন বৃটেনে রয়েছেন।
নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতারা হলেন-বর্নি ইউনিয়নে জুবের আহমদ, শামীম আহমদ ও আব্দুল মুহিত। দাসেরবাজার ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, নজব উদ্দিন, স্বপন চক্রবর্তী, জিয়াউর রহমান, ফখরুল ইসলাম, মোমিন আহমদ, নাজিম উদ্দিন। নিজ বাহাদুরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ময়নুল হক, আব্দুস শুকুর, নিয়াজ উদ্দিন ও বদরুল আলম উজ্জল। উত্তর শাহবাজপুর ইউনিয়নে রফিক উদ্দিন, আতাউর রহমান, জুবের আহমদ ও মমিনুল হক টনি। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান সাহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক ও ইউপি মেম্বার আশিক উদ্দিন, ফয়ছল আহমদ, শামছুল ইসলাম পুতুল প্রমুখ। সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সালেহ আহমদ জুয়েল। তালিমপুর ইউপিতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সুনাম উদ্দিন সুনাই বন্ধু, মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান প্রমুখ। দক্ষিণভাগ উত্তর ইউপিতে বর্তমান চেয়ারম্যান এনাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিউদ্দিন আহমদ গোলজার, আব্দুল জলিল ফুলু, আশরাফ হোসেন। দক্ষিণভাগ দক্ষিণ ইউপিতে বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, তাজ উদ্দিন লতা, সুব্রত কুমার দাস শিমুল, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদের স্ত্রী ও ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সুলতানা কুহিনুর সারওয়ারী, এম সামছুল হক প্রমুখ। সুজানগর ইউপিতে গত নির্বাচনের নৌকার চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, সৈয়দ মহসিন আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেদুল মজিদ নিকু।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, মনোনয়ন প্রত্যাশীদের তালিকা যাচাই শেষে প্রত্যেক ইউনিয়ন থেকে ৩ জনের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড নৌকার চুড়ান্ত চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *